- আজ শুক্রবার
- ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ মে ২০২২ | ৩:০০ অপরাহ্ণ
কুষ্টিয়ার মিরপুরে বাস ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিটন (৪২) নামে এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানে থাকা আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন পাখি ভ্যানের চালক। তিনি মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার আবু তালেবের ছেলে।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত পাখি ভ্যানচালক লিটন ভ্যানে করে যাত্রী নিয়ে মিরপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পাখি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাখি ভ্যান চালকের মৃত্যু হয়। এঘটনায় বাসটিকে আটক করলেও চালক মাসুদ পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানে থাকা দুই যাত্রী। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।