- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ জুন ২০২২ | ৩:১৭ অপরাহ্ণ
ভারতের বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত থেকে রবিবারের মধ্যে এই প্রাণহানি ঘটেছে। রবিবার এ ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রত্যেক নিহতের পরিবারকে ৪ লাখ রুপি করে অনুদান ঘোষণা করেছেন।
দুর্ভাগ্যজনক ঘটনার বিবরণ দিতে টুইটারে বিহারের মুখ্যমন্ত্রী লেখেন, বজ্রপাতে ভাগলপুরে ছয়জন, বৈশালীতে তিনজন, খাগরিয়ায় দুজন, কাটিহারে একজন, সহরসায় একজন, মাধেপুরায় একজন, বাঙ্কায় দুজন এবং মুঙ্গেরে একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সব নিহতের পরিবারকে অবিলম্বে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।