- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ জুন ২০২২ | ৩:৫০ অপরাহ্ণ
গাজীপুরে দুই সন্তান নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। রোববার (১৯ জুন) দুপুর ১২টার দিকে কাপাসিয়ার সিংহশ্রী গ্রামের বরামা সেতু এলাকায় ঝাঁপ দেন ওই নারী।
তারা হলেন- কাপাসিয়া উপজেলার বিবাদিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী আরিফা আক্তার (৪০), তার তাহমিদা আক্তার (৯) ও মুর্শিদা আক্তার (৭)। এদের মধ্যে তাহমিদাকে জীবিত উদ্ধার করা হলেও বাকি দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।
আরিফার ভাই এমারত হোসেন বলেন, ‘১০-১২বছর আগে স্থানীয় আব্দুল মালেকের সঙ্গে বোনে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই মেয়ের জন্ম হয়। এর কিছুদিন পর রোগে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যান। এরপর থেকেই আরিফা অনেকটা অসহায় হয়ে পড়েন। তার মধ্যে মানসিক ভারসাম্যহীনতার কিছুটা লক্ষণ দেখা দেয়।
উদ্ধার হওয়া শিশু তাহমিদা জানায়, ‘রবিবার সকালে জুতা, সিঙ্গারা ও জামা কাপড় কিনে দেওয়ার কথা বলে দুই বোনকে নিয়ে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মা। পরে আমাদের নদীর তীরে নিয়ে যান। দুজনকে দুহাতে ধরে নদীতে ঝাঁপ দেন মা। আমি মায়ের হাত ফসকে নদীতে থাকা বাঁশের মাচায় আটকে কান্নাকাটি করতে থাকি। এসময় মাছ ধরতে আসা জেলেরা আমাকে উদ্ধার করে।’
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া শিশুটির তথ্য অনুযায়ী দুই মেয়েকে নিয়ে তার মা নদীতে ঝাঁপ দিয়েছেন। এ সময় তার কান্নাকাটির শব্দ শুনে নদীর অপর পাশ থেকে জেলেরা নৌকা নিয়ে এসে তাকে উদ্ধার করেছে। সে জানিয়েছে তার মা ও বোন এ নদীতে ঝাঁপ দিয়েছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবেদ আলী খান বলেন, শিশু ও এলাকাবাসীর দেওয়া তথ্য মতে শীতলক্ষ্যা নদীতে ডুবে এখনো মা ও মেয়ে নিখোঁজ রয়েছে। টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।