• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বগুড়ায় রাতে চলন্ত বাসে ভয়াবহ আগুন

    বগুড়ায় রাতে চলন্ত বাসে ভয়াবহ আগুন

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ জুন ২০২২ | ৩:৪০ অপরাহ্ণ

    বগুড়ায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এসির শর্টসার্কিট থেকে চলন্ত বাসে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায়। নাবিল পরিবহনের বাসটিতে থাকা ২০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

    জানা যায়, দিনাজপুর থেকে ঢাকায় আসছিল একটি এসি স্ক্যানিয়া বাস। বাসটির এসিতে শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায় মোকাতলা বন্দর এলাকায়। তখন যাত্রীরা প্রাণে বাঁচতে বাসের জানালার গ্লাস ভেঙে বের হন। বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি।

    আগুনে ভস্মীভূত হওয়া বাসটিতে থাকা জামিরুল ইসলাম নামে এক যাত্রী জানান, দিনাজপুর থেকে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। মোকামতলায় পৌঁছানোর পরপরই বাসে থাকা এসির বিস্ফোরণ ঘটে। এতে বাসে আগুন ধরে যায়। আমরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ি। কেউ কেউ বাসের জানালা ভেঙে বের হয়ে আসেন। বাসটি ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দিয়েছিল।

    ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ আগুনে জ্বলন্ত বাসটি থামে মোকামতলা বন্দর এলাকায়। তখন আমরা ছুটে এসে দেখি যাত্রী কেউ দরজা দিয়ে, কেউবা জানালা ভেঙে বের হচ্ছেন প্রাণে বাঁচতে।

    মোকামতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম জানান, এই ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০