• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    রাঙ্গামাটিতে বাবা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা

    রাঙ্গামাটিতে বাবা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ জুন ২০২২ | ৩:৪৪ অপরাহ্ণ

    রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম বড়থলি ইউনিয়নে বাবা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাইজাম পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউুপ) চেয়ারম্যান আতোমং মারমা এ তথ্য জানিয়েছেন।

    ইউপি চেয়ারম্যান আতোমং মারমা দাবি করেছেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার দিকে ইউনিয়নের সাইজাম পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্গম এই পাড়াটিতে তিনটি পরিবার বসবাস করে। তারা সবাই ত্রিপুরা জনগোষ্ঠীর। মঙ্গলবার সন্ধ্যার দিকে ‘কুকি চীন’ পার্টি তাদের ওপর হামলা করে। এতে তিনজন নিহত হন।

    নিহতরা হলেন- বিষচন্দ্র ত্রিপুরা, সুভাষ ত্রিপুরা ও ধনরা ত্রিপুরা। এদের মধ্যে বিষচন্দ্র ও সুভাষ ত্রিপুরা সম্পর্কে পিতা-পুত্র বলে জানান ইউপি চেয়ারম্যান।

    রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, হতাহতের ঘটনা শুনেছি। তবে সত্য-মিথ্যা এখনো নিশ্চিত না। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন, তদন্ত চলছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০