• আজ মঙ্গলবার
    • ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    নরওয়েতে নাইটক্লাবে গুলি, নিহত ২

    নরওয়েতে নাইটক্লাবে গুলি, নিহত ২

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জুন ২০২২ | ৪:৩২ অপরাহ্ণ

    নরওয়েতে একটি নাইটক্লাবে বন্দুক হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় আহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে আরও ২১ জন। আহতদের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

    সমকামীদের পরিকল্পিত একটি বার্ষিক প্রাইড প্যারেডের আগে রাজধানী অসলোতে অবস্থিত লন্ডন পাব নামের ওই নাইটক্লাবটিতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই হামলা চালানো হয়।

    একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একজন ব্যক্তি সমকামী বারটির সামনে এসে ব্যাগ থেকে একটি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালায়।

    ঘটনার পর ধাওয়া করে হামলাকারীকে গ্রেফতারে সমর্থ হয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। পুলিশের পরামর্শ অনুযায়ী, শনিবার বিকেলে প্রাইড প্যারেডের পূর্বনির্ধারিত আয়োজন বাতিল করা হয়েছে।

    এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি ইরানি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক। পুলিশ আগে থেকেই তাকে চিনতো। তবে ইতোপূর্বে তার বড় ধরনের কোনও অপরাধ সংঘটনের রেকর্ড নেই বলে জানা গেছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১