• আজ সোমবার
    • ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    হেলিকপ্টারে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা যোগী আদিত্যনাথের

    হেলিকপ্টারে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা যোগী আদিত্যনাথের

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুন ২০২২ | ১:০৫ অপরাহ্ণ

    অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের বারানসী থেকে তাকে বহনকারী হেলিকপ্টার উড্ডয়নের পরই পাখির সঙ্গে ধাক্কা খায়। এতে সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। শেষে রাজ্য সরকারের বিমানে লখনউ ফিরেন তিনি।

    আজ রবিবার সকালের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের বারানসীতে।

    বারানসীতে দু’দিনের সফরে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখান থেকেই তিনি লখনউতে ফেরার পথে এ ঘটনা ঘটে।

    জানা যায়, সরকারি কাজে বারানসী গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার একাধিক প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। তারপর বারানসীতেই রাত্রিবাস করেন। পরিকল্পনা ছিল রবিবার সকালে বারানসীর পুলিশ লাইন থেকে হেলিকপ্টার যোগে লখনউ ফিরে যাবেন। এদিন সকালে হেলিকপ্টার যোগে রওয়ানা হতেই বিপত্তি।

    বারানসী জেলা ম্যাজিস্ট্রেট কৌশল রাজ শর্মা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এবং তার কর্মীরা নিরাপদে আছেন এবং বাবাতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্য একটি বিমানে লখনউতে ফিরেন তিনি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১