- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ জুলাই ২০২২ | ১:৫১ অপরাহ্ণ
ভারতে আবারও চোখরাঙাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটির বিভিন্ন রাজ্যে কোভিড শনাক্তের হার বেড়েই চলেছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সেখানে দৈনিক সংক্রমণের সংখ্যা আবারও বেড়েছে। চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১৭ হাজার ৭০। শুক্রবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের। বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ২৩ জনের।
শুক্রবার দেশটিতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৮৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ নয় হাজার ৫৬৮। দৈনিক সুস্থতার বার ৪.১৪ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ।
কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। কেরালায় নতুন করে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৫৯৯ জন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৪৯। তামিলনাড়ুতে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৮৫।