- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ জুলাই ২০২২ | ৪:০০ অপরাহ্ণ
এই প্রথম কোনো বাংলাদেশি টেলিকম অপারেটর মোবাইল রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করে দিল
মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন তাদের সর্বনিম্ন মোবাইল রিচার্জের লিমিট ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে।
শুক্রবার (১ জুলাই) এক এসএমএসে গ্রাহকদের এ তথ্য জানায় টেলিকম অপারেটরটি।
এই প্রথম কোনো বাংলাদেশি টেলিকম অপারেটর মোবাইল রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করে দিল।
তবে গ্রাহকরা এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো গ্রাহকরা কিনতে পারবেন বলে জানিয়েছে গ্রামীণফোন।
এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুই দিন এবং তিন দিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।
উল্লেখ্য, মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনকে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। ২৮ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।