- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জুলাই ২০২২ | ৩:৩১ অপরাহ্ণ
পটুয়াখালী শহরের চরপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে সানিয়া আক্তার আহত হয়েছেন।
আজ রবিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঝড়ে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। নিহত শাহিন মৃত খবির হাওলাদারের ছেলে।
নিহত শাহিনের খালা চান ভানু বলেন, দুপুর দেড়টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় ঘরে সনিয়া (১৭) ছিল। ঝড়ে সনিয়া ঘরের মধ্যে চাপা পড়ে। সবাই যখন তাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম তখন নদীর পাড়ে শাহিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। টিন উড়ে তার গলায় পড়েছিল।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, হঠাৎ ঝড়ে দুজন আহত হলে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।