- আজ শুক্রবার
- ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জুলাই ২০২২ | ৪:৫৪ অপরাহ্ণ
ঈদের ছুটিতে নাড়ীর টানে বাড়ি ছুটছেন ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে বিনামুল্যে চিকিৎসা সেবা দিচ্ছে খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতাল ও সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানা পুলিশ। আজকে দিন পর্যন্ত তাদের এ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুব খুশি ঘরমুখো মানুষ। এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাদুবাদ জানিয়েছেন সচেতন মহলের লোকজন।
হাইওয়ে পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও ঘরমুখো মানুষ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় দিয়ে চলাচল করে উত্তরবঙ্গের প্রায় ২৬টি জেলার হাজার হাজার যানবাহন। এ কারণে মহাসড়কের ওই চন্দ্রা ত্রিমোড় উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। এখান দিয়ে উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকার লাখ লাখ মানুষ চলাচল করে। বছরের দুটি ঈদসহ বিভিন্ন সরকারী ছুটিতে এই চন্দ্রা ত্রিমোড়ে প্রচুর লোকের সমাগম ঘটে। অনেক সময় প্রচন্ড গরম ও শীতসহ বিভিন্ন প্রতিকুলতার মুখে অসুস্থ হয়ে পড়েন নাড়ীর টানে ঘরমুখো মানুষের অনেকেই।
এবার ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যতিক্রম এক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলার সফিপুর খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতাল ও সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানা পুলিশ। খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ বখতিয়ার ওই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন সঙ্গে পরামর্শ করে মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে বিনামূল্যে এই চিকিৎসা সেবা কার্যক্রম চালাচ্ছেন। ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মানবিক সেবার লক্ষ্যে তার হাসপাতালের পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গত বুধবার থেকে এ চিকিৎসা সেবা প্রদান করছেন। ঈদের আগের দিন পর্যন্ত তাদের এ চিকিৎসা সেবা কার্যক্রম চলবে। এ সেবার মধ্যে ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ নির্ণয়সহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রকার ঔষুধও বিনামূল্যে দেওয়া হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুব খুশি ঘরমুখো মানুষ। ওই হাসপাতালের এমন ব্যতিক্রম উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন সচেতন মহলের লোকজন।
খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ বখতিয়ার বলেন, মানবিক সেবার লক্ষ্যে ঘরমুখো মানুষের কথা চিন্তা করে হাইওয়ে ওসির সঙ্গে পরামর্শের মাধ্যমে বিনামুল্যে এ চিকিৎসা সেবা পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ঘরমুখো মানুষের চিকিৎসা সেবার কথা জানালে তাকে সাধুবাদ জানাই। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবার কারণে অনেক অসুস্থ ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |