• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ওয়ানডেতে আমরা ভালো দল: তামিম

    ওয়ানডেতে আমরা ভালো দল: তামিম

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জুলাই ২০২২ | ৫:১৬ অপরাহ্ণ

    টেস্টের পর টি-২০ সিরিজেও কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন টাইগারদের শুধু বাকি ওয়ানডে সিরিজ। যা শুরু আগামীকাল রবিবার। এই ফরম্যাটে টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল। তিনি মনে করিয়ে দিলেন, বাকি দুই ফরম্যাটে দল খারাপ করলেও ওয়ানডেতে তারা ভালো। ওয়ানডে সিরিজে দলের ভালো করা নিয়েও বেশ আশাবাদী তামিম।

    তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় একটা সিরিজে যখন ম্যাচ জিতছেন না, এটা সবসময় কঠিন। সঙ্গে এটাও মনে রাখতে হবে এই ফরম্যাটটা আমাদের গর্ব করার মতো, আমরা ভালো দল। এখানে কোনো সন্দেহ নাই। ’

    ‘যদিও যতই ভালো খেলি না কেন, ওই দিনটাতে সব বক্স পূরণ করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন পর্যন্ত আমরা হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি নাই, টেস্ট বলেন বা টি-টোয়েন্টি। আমি আশা করি ওয়ানডেতে আমরা ভালো করব। এই ফরম্যাটটাতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। সঙ্গে এটাও বলতে হবে বাকিরাও ভালো করছে। আমাদের সেরাটা খেলতে হবে। ’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০