- আজ বৃহস্পতিবার
- ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জুলাই ২০২২ | ৩:২৪ অপরাহ্ণ
মালদ্বীপে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রধামন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন। দেশটির স্পিকার বুধবার এই তথ্য জানিয়েছেন।
শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়েছে, সংবিধানের আর্টিকেল ৩৭.১ ধারা অনুযায়ী দেশ ছেড়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে সামরিক বিমানে পরিবারের সদস্যদের নিয়ে মালদ্বীপ পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে।
শ্রীলঙ্কার স্পিকার ইয়াপা আবেবর্ধনে বুধবার দুপুরে এক বিশেষ বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আমাকে অবহিত করেছেন যে, তিনি বাইরে থাকায় প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন।