- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জুলাই ২০২২ | ৩:৩৮ অপরাহ্ণ
‘দিন : দ্য ডে’ ছবির নেতিবাচক প্রচারণা নিয়ে বিরক্ত ছবির নায়ক অনন্ত জলিল ও ছবির নায়িকা বর্ষা। মধুমিতা সিনেমা হল পরিদর্শনে গিয়ে বর্ষা বলেন, ‘আমরা ‘নেত্রী: দ্য লিডার’ ছবির শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোরে ছোট করার চেষ্টা করে।’
ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দিন : দ্য ডে’ ছবিটি। বর্ষার স্বামী ও ছবির নায়ক অনন্ত জলিল জানিয়েছেন, ছবির বাজেট ১০০ কোটি টাকা।
নায়িকা বর্ষা আরও বলেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থ ডাউন করার চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম। ভালো জিনিসের কেন মানুষ প্রশংসা করতে পারে না। আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, তাহলে আমাদের কিছুই হবে না। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে।’