- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জুলাই ২০২২ | ১২:০৭ অপরাহ্ণ
রবিবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপের ১০০তম ওয়ানডে ম্যাচ। সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত এই মাইলফলকটি রাঙিয়ে রেখেছেন ক্যারিবীয় ওপেনার। ইনিংস সূচনা করতে নেমে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১৩৫ বলে ১১৫ রান করেছেন হোপ।
যার সুবাদে বিশ্বের মাত্র দশম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন হোপ। এ তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার গর্ডন গ্রিনিজ, ক্রিস গেইলরা। সর্বপ্রথম গর্ডন গ্রিনিজ ১৯৮৮ সালে নিজের শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
এরপর হোপের আগে শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো অন্য আট ব্যাটার হলেন ক্রিস কেয়ার্স (১৯৯৯), ইউসুফ ইউহানা (২০০২), কুমার সাঙ্গাকারা (২০০৪), ক্রিস গেইল (২০০৪), মার্কাস ট্রেসকোথিক (২০০৫), রামনরেশ সারওয়ান (২০০৬), ডেভিড ওয়ার্নার (২০১৭) ও শিখর ধাওয়ান (২০১৮)।
শততম ওয়ানডেতে সেঞ্চুরির হাঁকানোর পর ১০০ ম্যাচে ৯৫ ইনিংসে ১৩ সেঞ্চুরিতে হোপের মোট সংগ্রহ ৪১৯৩ রান। ক্যারিয়ারের প্রথম ৯৫ ইনিংসে হোপের চেয়ে বেশি রান করেছেন শুধুমাত্র হাশিম আমলা (৪৭৯০) ও স্যার ভিভ রিচার্ডস (৪৩৬৬)। সেঞ্চুরিতে হোপের চেয়ে এগিয়ে শুধুমাত্র আমলা।
অবশ্য হোপের রেকর্ডের দিনে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অক্ষর প্যাটেলের ঝড়ে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ভারত। যার সুবাদে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১২টি সিরিজ জেতার বিশ্বরেকর্ড গড়েছে শিখর ধাওয়ানের দল। বিশ্বের আর কোনো দলের বিপক্ষে কারও টানা ১২ সিরিজ জয়ের কৃতিত্ব নেই।
উল্লেখ্য, ওয়ানডেতে শততম ম্যাচে সেঞ্চুরিয়ানের সংখ্যা দশজন হলেও, টেস্টে এ কৃতিত্ব রয়েছে নয়জন ব্যাটারের। তবে দুই ফরম্যাটেই নিজের শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। এছাড়া শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটার অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং।