- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ আগস্ট ২০২২ | ১:১৬ অপরাহ্ণ
জিম্বাবুয়ে সিরিজ দিয়েই নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দল- এমনটা ভাবছেন অনেকেই। হয়তো টি-টোয়েন্টিতে এখানেই থামতে হচ্ছে মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহ রিয়াদকে। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা। তার মতে, এখনও বাদ পড়েননি কেউ।
আইসিসি সভাশেষে দেশে ফিরে রবিবার পাপন বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এক্সপেরিমেন্ট করা হবে, আগেই ঠিক করা ছিল। এখন সাকিব তো এই দলে নেই, ও কী খেলবে না? সে তো বিশ্বকাপ খেলবে। এখানে আরও সিনিয়র ক্রিকেটার আছে। মুশফিক আছে, রিয়াদ আছে। কাউকেই বাদ দেওয়া হয়নি।’
‘সমস্যা হচ্ছে কী, একটা খেলোয়াড়কে আমি যদি একজন না গিয়ে, দুইজনকে পাঠাই, তাহলেও কিন্তু জায়গায় পরিবর্তন হচ্ছে না। ব্যাটিং নিয়ে বলছি, ব্যাটিংয়ে যারা সবসময় খেলে, ওই জায়গায় পরীক্ষা করে দেখছি যে বিকল্প কী আছে। ’
সোহানকেও ঠিকঠাক মনে হচ্ছে পাপনের। বলেছেন, ‘উদাহরণস্বরূপ, এখন পর্যন্ত তো মনে হচ্ছে সোহান ভালো। আমাদের টি-টোয়েন্টির জন্য সে ফিট মনে হচ্ছে। কিন্তু এটা একটা-দুটো খেলা দেখে তো বোঝা যাবে না। ও সেরা একাদশে থাকবে কি না আমরা কিন্তু জানি না যখন সবাই যোগ দেবে।’