- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ আগস্ট ২০২২ | ১২:২৯ অপরাহ্ণ
ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ছয় টাকা বাড়ানোয় প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার (২ আগস্ট) জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, সারের দাম বাড়ানোর কারণ হিসেবে ইউরিয়া সারের যৌক্তিক ব্যবহার ও চলমান বৈশ্বিক পরিস্থিতিতে সারের অস্বাভাবিক দাম বৃদ্ধির কথা বলা হয়েছে। অথচ সরকারি হিসেবে, আমন মৌসুম (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ইউরিয়া সারের চাহিদা ছয় লাখ ১৯ হাজার মেট্রিক টন। বিপরীতে মজুত রয়েছে সাত লাখ ২৭ হাজার মেট্রিক টন, যা প্রয়োজনের তুলনায় এক লাখ মেট্রিক টনের বেশি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি উদ্যোগে কৃষকের ইউরিয়া সারের ব্যবহার কমানোর জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা না করে যৌক্তিক সার ব্যবহারের জন্য দাম বাড়ানো কোনোভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়। এমনিতেই সব কৃষি উপকরণের দাম বাড়ার কারণে কৃষি ফসলের উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। প্রতি মৌসুমে কৃষকরা ধানের ন্যায্যমূল্য পায় না বলে রাস্তায় ধান ফেলে বিক্ষোভ করতে করছে। কৃষি ঋণ শোধ করতে পারে না বলে কৃষকরা আত্মহত্যা করছে। ফলে সারের দাম বাড়ানোয় কৃষিপণ্যে এর প্রভাব পড়বে।
অবিলম্বে সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।