- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ আগস্ট ২০২২ | ৩:৪১ অপরাহ্ণ
সম্প্রতি লুঙ্গি পরা এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। সিনেমা হলের সামনে দাঁড়ানো ওই ব্যক্তি জানান, লুঙ্গি পরার কারণে তার কাছে সিনেমার টিকিট বিক্রি করা হয়নি। এ ঘটনায় বিবৃতিতে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা এই ভদ্রলোককে তার পরিবারের সাথে আমাদের সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই’।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বিবৃতিতে আরও লিখেছে, ‘আমরা এই ঘটনাটি তদন্ত করছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ’।