• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    তুরাগ নদে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

    তুরাগ নদে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ আগস্ট ২০২২ | ৬:০৮ অপরাহ্ণ

    গাজীপুরে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

    আজ মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    মারা যাওয়া শিশুরা হলো খোয়ারপাড়া এলাকার আলী আকবরের ছেলে সাঈম হোসেন (১৩) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে শিশির (১২)।

    স্থানীয়রা জানান, কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদে তিন শিশু গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সাঈম ও শিশির পানিতে ডুবে যায়। এ সময় অপর এক শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা শিশু দুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান জানান, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১