- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২২ | ৩:২২ অপরাহ্ণ
বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে পড়ে তানভীর আহমেদ ও আয়াত মিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার চেংগ্রাম হিজলগাড়ী গ্রামে বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলার সময় ঘটনাটি ঘটেছে। এক ঘণ্টা পর পুকুর থেকে স্থানীয়রা দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
মৃত শিশুরা হলেন- ঘোড়াঘাট উপজেলার চেংগ্রাম হিজলগাড়ী গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে তানভীর আহমেদ (৪) এবং তানভীরের চাচা হান্না মিয়ার ছেলে আয়াত মিয়া (৩)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই শিশুরা পুকুর পাড়ে বসে খেলছিল। পরে কোন এক সময়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বেলা ১০টার দিকে পুকুরের পানিতে তানভীর আহমেদের মরদেহ ভাসতে দেখে তার মামা। পরে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করে তানভীরের চাচাতো ভাই আয়াত মিয়ার মরদেহ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।