• আজ সোমবার
    • ২৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

    নিরাপত্তা প্রহরীকে হত্যা: পার্কের মালিকসহ গ্রেফতার ৩

    নিরাপত্তা প্রহরীকে হত্যা: পার্কের মালিকসহ গ্রেফতার ৩

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২২ | ৩:২৬ অপরাহ্ণ

    দিনাজপুরের ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কের নিরাপত্তা প্রহরী সবুজ শিকদারকে (২৫) গলা কেটে হত্যার ঘটনায় পার্কটির মালিক মোজাম্মেল হক মোজাম (৬৮) এবং তার জামাইসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

    গ্রেফতার মোজাম ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী বাজারের মৃত কফিল উদ্দিনের ছেলে। গ্রেফতার অপর দুই জন হলেন– পার্ক মালিকের জামাতা রাজু মিয়া (২৭) এবং পার্কের ম্যানেজার শাহীনুর রহমান শাহীন (৩২)।

    বুধবার সন্ধ্যায় নিহত সবুজের বড় বোন সেলিনা বেগম বাদী হয়ে ওই পার্কের মালিকসহ চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

    ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। অপর এক আসামিকে গ্রেফতার এবং হত্যার রহস্য উদঘাটনে আমাদের কার্যক্রম চলছে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১