• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে নিরাপদ আবাসন কেন্দ্রে মিললো বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ

    গাজীপুরে নিরাপদ আবাসন কেন্দ্রে মিললো বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২২ | ৩:৩৮ অপরাহ্ণ

    গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় অবস্থিত মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে মোছা. মিতু (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    বুধবার (১০ আগস্ট) ভোরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ওই তরুণী বাকপ্রতিবন্ধী। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    পুলিশ ও ওই হেফাজতকেন্দ্র সূত্রে জানা গেছে, শ্রীপুর থানার একটি মামলায় ২০১৬ সালের ২৯ অক্টোবর থেকে তিনি ওই কেন্দ্রে নিবাসী হিসেবে আছেন। মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় ওই আবাসনের তৃতীয় তলায় টয়লেটে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। দীর্ঘসময় ধরে টয়লেটের দরজা না খোলায় কেন্দ্রের অন্য নিবাসী নারীদের সন্দেহ হয়। পরে তারা টয়লেটের দরজা খুলে ওই তরুণীর মরদেহ ঝুলতে দেখে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

    বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মালেক খসরু খান বলেন, ওই তরুণীর শরীরে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১