• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা, আহত ৯

    বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা, আহত ৯

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ আগস্ট ২০২২ | ৫:১৭ অপরাহ্ণ

    চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজে (কানুনগো পাড়া কলেজ) ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

    আজ শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

    হামলায় ছাত্র ইউনিয়নের ৯ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    কলেজের শিক্ষক সংকট নিরসন, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজ গেইটে ছাত্র ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে এ হামলা চালানো হয়। কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শিমুল সদ্দার, রয়েল দেবনাথ ও কাইয়ুমের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

    হামলায় আহতরা হলেন, বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ জেলার সভাপতি সনত বড়ুয়া, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু, সাবেক ছাত্রনেতা সেহাব উদ্দিন সাইফু, ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলার সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মোহাম্মদ ইয়াছিন, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক হিমেল চৌধুরী, সদস্য সাজ্জাদ, ইয়াছিন, অমিত ও রাশেদ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষক সংকট, ভবন সংকটসহ বিভিন্ন সংকট নিরসনের দাবি এবং জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজ ছাত্র ইউনিয়ন মানববন্ধন করছিলো।

    এসময় কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশ নিতে চাইলে তাতে বাধা দেয় কলেজ ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য শিমুল সদ্দার। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে কাঠের লাঠি ও লোহার এসএস পাইপ দিয়ে অর্তকিতভাবে হামলা চালানো হয়। এসময় বেশ কয়েকজনের মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়।

    কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিমেল চৌধুরী বলেন, কলেজের উন্নয়নে ন্যায্য দাবিতে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করছিলাম। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা এ নিন্দনীয় হামলা চালায়। এতে আমিসহ ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন। অনেকের মোবাইল ছিনিয়ে নিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

    এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ছাত্র ইউনিয়নের ছেলেরা কলেজের সমস্যা নিয়ে অধ্যক্ষকে স্মারকলিপি দিতে গেলে ছাত্রলীগের ছেলেরা বাধা দিয়েছে শুনেছি। কোনো হামলার ঘটনা শুনিনি, জানিও না।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০