• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    গোপালগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

    গোপালগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ আগস্ট ২০২২ | ৫:৩১ অপরাহ্ণ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে সহস্রাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করেছেন “স্বপ্ন ফেরিওয়ালা” নামক একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন।

    আজ শনিবার রঘুনাথপুর ইউপি’র সিলনা বাজারে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চিকিৎসা দেন সিনিয়র ডাক্তার আসাদুজ্জামান লিমন, সিনিয়র ডাক্তার আহমাদ্দুল কবির, সিনিয়র ডাক্তার মোস্তফা কামাল, ডাক্তার দ্বিপনাথ, ডাক্তার হাসিবুল ইসলাম জীম, প্যারামেডিকেল ডাক্তার শ্রীপতি কুমার সরকার। ঔষধের বিষয়ে সহযোগিতা করেন নুর মেডিকেল হল ও সার্বিক সহযোগিতা করেন শেখ আনিচুর রহমান আনিচ।

    স্বপ্ন ফেরিওয়ালা সংগঠনের সমন্বয়ক মিজানুর রহমান মানিক বলেন, মানুষের কল্যাণে স্বপ্ন ফেরিওয়ালা, সমাজের কল্যাণে স্বপ্নের ফেরিওয়ালা। মানুষের জন্য কিছু করা, সমাজের কল্যাণের জন্য কিছু করা আমাদের কাজ। জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষের জন্য আমরা ফ্রি চিকিৎসা সেবার প্রদানের আয়োজন করেছি।

    এ সময় স্বপ্ন ফেরিওয়ালা সংগঠনের সমন্বয়ক নির্ঝর চক্রবর্তী, সাজেদুল ইসলাম, মোল্যা রামিম, আসিক, রাকিব আল হাসান, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জাহানারা বেগম, সুজাতা বিশ্বাস, রত্না রায়, সদস্য ক্ষিতিশ বিশ্বাস নিত্যানন্দ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০