- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ আগস্ট ২০২২ | ৬:৫৮ অপরাহ্ণ
রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে তিনজনকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ।
আজ রবিবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ আলী (৩৩), মো. মিঠু (৩২) ও রাজ (২৪)।
আলীর ভাই রহমত আলী জানান, জেনেভা ক্যাম্পের বাবা বিরিয়ানি গলিতে গতকাল (শনিবার) মুর্শিদ নামে এক যুবকের সঙ্গে আলীর কথাকাটাকাটি হয়। এর জেরে আজ (রবিবার) রাস্তা দিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলী, মো. মিঠু ও রাজের ওপর হামলা করে মুর্শিদ, বাবু, নওশাদ ও মাহাতাবসহ আরও কয়েকজন। এ সময় তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলী ও মিঠুকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাজকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।
তিনি আরও জানান, মোহাম্মদ আলীর পেটের ডান দিকে ছুরিকাঘাত করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদপুরে ছুরিকাঘাতে আহত হয়ে দুজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।