• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    কুমিল্লায় আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

    কুমিল্লায় আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ আগস্ট ২০২২ | ৩:১৩ অপরাহ্ণ

    কুমিল্লার তিতাস উপজেলায় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার বন্দরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা যায়, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখীর প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বিক্ষোভে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিলাম। এসময় বন্দরামপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যায়ভাবে আমাদের বাধা দেয়।

    তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান জানান, বিএনপি বন্দরামপুর এলাকা থেকে মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করে। এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধিন চন্দ্র দাস বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০