• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘দেশবাসীকে দেখাতে চেয়েছিলাম আমরা এতটা খারাপ নই’

    ‘দেশবাসীকে দেখাতে চেয়েছিলাম আমরা এতটা খারাপ নই’

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২২ | ৩:৫০ অপরাহ্ণ

    এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে মাত্র ১০৫ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। হারতে হয়েছিল ৮ উইকেটে। সেই লঙ্কানরাই বাংলাদেশকে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে।

    শারজায় শনিবার ১৭৬ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে নিশ্চিতভাবে ফেভারিট ছিল আফগানিস্তান। কিন্তু দারুণ জবাব দেয় লঙ্কান ব্যাটসম্যানরা। ৫ বল হাতে রেখে জিতে যায় ৪ উইকেটে। ভানুকা রাজাপাকসা ১৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৩১ রান করে শেষের আগের ওভারে আউট হন তিনি।

    দাসুন শানাকা আউট হওয়ার পর দলীয় ১১৯ রানে ব্যাটিংয়ে নামেন ভানুকা। ছয় নম্বরে নেমে দানুশকা গুনাথিলাকার সঙ্গে ৩২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলার প্রস্তুতি নেন তিনি, ‘যখন ব্যাট করতে নামলাম আমি তখনই বুঝতে পারলাম ব্যাটিংয়ের জন্য উইকেটটা ভালো। ১৭৫ রানটা আমাদের কাছে যথার্থ মনে হয়েছিল। ছেলেরা দারুণ করেছে এবং আমাদের জন্য এটি ছিল চমৎকার জয়।’
    এই জয় লঙ্কানদের জন্য শাপমোচনের বললেন ভানুকা। তারা প্রমাণ করতে চেয়েছিলেন, গ্রুপপর্বে হারের পর তাদের সামর্থ্য নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা যথার্থ নয়। তিনি বলেন, ‘এটা ছিল আমাদের শাপমোচনের। কারণ আগের ম্যাচে আফগানিস্তানের কাছে আমরা ১০৫ রানে অলআউট হয়েছিলাম, যা ছিল বিব্রত। তাই আমরা চেয়েছিলাম ঘুরে দাঁড়িয়ে দেশবাসীকে দেখাতে যে আমরা এতটা খারাপ নই।’

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০