- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১:৩৭ অপরাহ্ণ
দশ নম্বরে ব্যাট করতে নামা পেসার নাসিম শাহ’র ব্যাক টু ব্যাক ছক্কায় হারতে বসা ম্যাচ জিতেছে পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালও নিশ্চিত। সুপার ফোর থেকে বাদ পড়ে এই আসর থেকে বিদায় নিয়েছে ভারত ও আফগানিস্তান।
আফগানদের সাথে মাঠের লড়াই শেষ হলেও এখনও চলছে পাকিস্তানিদের কথার লড়াই। ম্যাচ হারার ক্ষোভে গ্যালারিতেই পাকিস্তান সমর্থকদের দিকে তেড়ে আসতে দেখা যায় আফগানদের। এমন একটি ভিডিও টুইট করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
সেই পোস্টে শোয়েব লিখেছেন, ‘আফগান ফ্যানরা এটা কী করল। আগেও তারা এমনটা বেশ কয়েকবার করেছে। এটা কেবল একটা খেলা। এটা খেলতে হয় আর স্পিরিটটা অনুভব করতে হয়। শফিক স্তানিকজাই আপনার জনতা ও খেলোয়াড় উভয়েরই কিছু শেখা প্রয়োজন, যদি আপনারা ক্রিকেটে ভালো করতে চান।’
শোয়েবের এই টুইটের জবাব দিয়েছেন আফগান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান শফিক। তিনি লিখেছেন, ‘এমন মুহূর্তে আপনি সমর্থকদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এমন ঘটনা বিশ্ব ক্রিকেটে বহুবার ঘটেছে। আপনার উচিত কবির খান, ইনজামাম ভাই ও রাশিদ লতিফকে এ বিষয়ে জিজ্ঞেস করা। আর আপনাকে পরামর্শ দিচ্ছি ব্যাটটাকে (ব্যাট হাতে আসিফ আলির তেড়ে যাওয়াকে ইঙ্গিত করে) সামলে রাখবেন।’