• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    আজ শিরোনামহীনের রজতজয়ন্তীর ফাইনাল কনসার্ট

    আজ শিরোনামহীনের রজতজয়ন্তীর ফাইনাল কনসার্ট

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১:৪৯ অপরাহ্ণ

    তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। তাদের নিয়ে উন্মাদনার কোন শেষ নেই। সেই ব্যান্ডদলের রজতজয়ন্তী উদযাপনের চূড়ান্ত কনসার্ট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)। এ বছর দেশ ও দেশের বাইরে বেশ কয়েকটি কনসার্টের মধ্য দিয়ে ২৫ বছর পূর্তি উদযাপন করছেন এই ব্যান্ডদল। প্রকাশ করেছেন নতুন গান ও মিউজিক ভিডিও।

    এই কনসার্টের মধ্য দিয়ে নিজেদের ২৫ বছর পূর্তি উদযাপনে সমাপ্তি ঘটাবে ব্যান্ডটি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শুরু হবে মনোরম এই কনসার্ট। এতে শিরোনামহীন গান করবে ঢাকা সিম্ফোনি অর্কেস্ট্রাকে সঙ্গে নিয়ে। কনসার্টের জন্য ভারত থেকে সংগীত প্রস্তুত করে পাঠিয়েছে মুম্বাই সিম্ফোনি অর্কেস্ট্রা।

    শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘গত ২৫ বছর ধরে সঙ্গে থাকার জন্য শ্রোতা-ভক্তদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কারণেই আমরা আজকের এই অবস্থানে এসে পৌঁছাতে পেরেছি। ধন্যবাদ জানাই এতগুলো বছর যারা আমাদের নানাভাবে সহায়তা করেছেন, পাশে থেকেছেন। সবার ভালোবাসা নিয়ে আমরা এভাবে এগিয়ে যেতে চাই।’

    এদিকে শিরোনামহীনের সঙ্গে মঞ্চে আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, সুমন, রাফা, শিশির আহমেদ, পলাশ নূর, সৈয়দ জিয়াউর রহমান, লিংকনসহ বিভিন্ন ব্যান্ডের ২১ শিল্পী।

    শিরোনামহীনের বর্তমান সদস্যরা হলেন-জিয়া রহমান (গীতিকার, সুরকার, বেস, চেলো, সরোদ), কাজী আহমাদ শাফিন (ড্রাম, সরোদ, বাঁশি), দিয়াত খান (লিড), শেখ ইশতিয়াক (কণ্ঠ) ও সাইমন চৌধুরী (কিবোর্ড)।

    উল্লেখ্য, দেশের জনপ্রিয় রক, প্রোগ্রেসিভ রক ও অল্টারনেটিভ রক ব্যান্ড ‘শিরোনামহীন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৯৬ সালের ১৪ এপ্রিল। গত ১৪ এপ্রিল পূর্ণ হয় তাদের সিলভার জুবিলি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০