- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২২ | ২:০০ অপরাহ্ণ
আশুলিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তিন শ্রমিককে কুপিয়ে জখম করেছে বখাটেরা। এ ঘটনায় রবিবার সকালে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার হেয়ন নামের একটি কারখানার সামনে এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিক শাকিল ও সবুজ জানান, শনিবার দুপুরে বিরতির পর নারী শ্রমিক সীমা আক্তার তার স্বামীর সঙ্গে কারখানার উদ্দেশ্যে রওনা দেন। পরে তারা হেয়ন নামের পোশাক কারখানার সামনে পৌঁছালে সেখানে সেলিম ও কামরুলের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য তাদের উত্ত্যক্ত করতে থাকে। সে সময় ওই নারী শ্রমিকের সঙ্গে থাকা তার স্বামী ও দুই শ্রমিক ঘটনাটির প্রতিবাদ করলে বখাটেরা তাদের কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই মামুন কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।