- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৭ অপরাহ্ণ
‘অপারেশন সুন্দরবন’ সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে আগেই। এবার বিনা আপত্তিতে সেন্সরবোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেলো সিনেমাটি। রোববার (১১ সেপ্টেম্বর) ছাড়পত্র পায় ‘অপারেশন সুন্দরবন’। আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করেছেন দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’-এর নির্মাতা দীপংকর দীপন। সেন্সর পেয়ে উচ্ছ্বসিত দীপন বলেন, শুধু ছাড়পত্রই পাইনি, সঙ্গে পেয়েছি সেন্সর বোর্ড সদস্যদের অকুণ্ঠ প্রশংসাও।
এ সিনেমা প্রসঙ্গে নির্মাতা দীপন বলেন, ‘অপারেশন সুন্দরবন’ পুরোপুরি মূলধারার সিনেমা। এখানে অ্যাকশন, সাসপেন্স, আবেগ, প্রেম, গান সবই আছে। তবে সেটা অথেনটিকভাবে এসেছে, সিনেম্যাটিক স্টাইলাইজেশন দিয়ে। গণমানুষকে কানেক্ট করার সিনেমা এটি।
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, সামিনা বাসার, তাসকীন আহমেদ ও কলকাতার দর্শনা বণিকসহ র্যাবের বেশ কয়েকজন সদস্য।