• আজ শনিবার
    • ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    রাশিয়ার পিছু হটায় ইউক্রেনীয়দের উচ্ছ্বাস

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৪ অপরাহ্ণ

    রাশিয়ার সেনারা উত্তর-পূর্বাঞ্চলীয় ইউক্রেনের ইজিউম শহর থেকে পালিয়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা আরও গভীরে প্রবেশ করেছে। সোমবার তাদের প্রবেশের পর গ্রামগুলোর বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

    আজ সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, তাদের সেনারা রবিবার ২০টির বেশি শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে। ইজিউম থেকে সেনা প্রত্যাহারে রাশিয়ার ঘোষণার পর তারা এই অঞ্চলগুলো মুক্ত করলো।

    রুশ সম্মুখভাগ থেকে ১৮ কিলোমিটার দূরে খারকিভের উত্তরে অবস্থিত জলোচিভ গ্রামের ৭৬ বছর বয়সী শিক্ষক জয়া। কয়েক মাস ধরে তিনি একটি সেলারে আশ্রয় নিয়ে দিন কাটিয়েছেন। তিনি বলেন, মানুষ কাঁদছে, অবশ্যই এই কান্না আনন্দের। কেন তারা আনন্দিত হবে না!

    ২৮ বছর বয়সী নাসতিয়া এপ্রিলে গ্রাম ছেড়ে পালিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে ইউক্রেনীয়দের অগ্রগতির পর গ্রামে ফিরে আসেন। তিনি বলেন, আমার মনে হয় সবার মন খুব ভালো আছে। যুদ্ধ শেষ। অন্তত আমরা আশা করতে পারি শেষ হয়ে গেছে।

    আরও উত্তরে ইউক্রেনীয় সেনারা উদি এলাকায় পৌঁছে গেছে। রণক্ষেত্রের পাশে এই এলাকাটি এতদিন পর্যন্ত নো-ম্যান্স-ল্যান্ড হিসেবে ছিল। সেখান থেকে ফেরত আসা সেনারা জানিয়েছেন, এলাকাটি এখনও নিরাপদ নয়। রুশ সেনাদের ফেলে যাওয়া অসংখ্য মাইন, গ্রেনেড ও অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরিত্যক্ত খামারের গবাদিপশু ঘুরে বেড়াচ্ছে।

    রাশিয়া মনোনীত খারকিভ অঞ্চলের প্রধান ভিটালি গেনচেভ স্বীকার করেছেন ইউক্রেনীয় সেনারা রুশদের সম্মুখভাগ ভেঙে প্রবেশে করেছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১