• আজ শনিবার
    • ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বিরামপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

    বিরামপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০২২ | ৮:৫৫ অপরাহ্ণ

    বিএনপির কেদ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হাসান বলেন, বর্তমান সরকার দুর্নীতিতে রোল মডেল গড়েছে। তাই বর্তমান সরকারকে এখনই ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দেওয়ার আহবান জানিয়েছেন।

    আজ বুধবার বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর কিন্ডার গার্ডেন স্কুল মাঠে খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার দেশে প্রতাবর্তনে কোন বাধা না দেওয়া, জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূর আলম ও স্বেছাসেবক দলনেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

    বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিক্রা মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে আরা বক্তব্য রাখেন এজেএম রিজওয়ানুল হক সাবেক এমপি, আকতারুজ্জামান মিয়া সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ কচি, জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন প্রমুখ।

    এতে দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট এবং পার্শ্ববর্তী ফুলবাড়ি ও চিরিরবন্দর বিএনপির নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১