• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নেত্রকোনায় আওয়ামী লীগের দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, আহত ১৫

    | ১৫ সেপ্টেম্বর ২০২২ | ৮:২০ অপরাহ্ণ

    নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত আওয়ামী লীগের মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকার পাবলিক হলে এ ঘটনা ঘটে।

    এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

    পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজলের সমর্থনে বুধবার মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক প্রশান্ত কুমার রায়সহ দলের সিনিয়র নেতারা উপস্থিতি ছিলেন। সভা পরিচালনা করছিলেন জেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।

    সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বক্তব্যের পর মূল দলের সাংগঠনিক সম্পাদকদের বক্তৃতার জন্য ডাকা হয়। এ সময় দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ার জাহান সুজন সম্পাদকমণ্ডলীর কাউকে বক্তৃতার জন্য না ডাকার কারণ জানতে চাইলে এ নিয়ে নজরুল ইসলাম খানের সঙ্গে তার বাদানুবাদ হয়। এক পর্যায়ে নজরুল ইসলাম খানের ছেলে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জামিউল ইসলাম খান জামিও সুজনের সঙ্গে তর্কে লিপ্ত হন। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ফলে সভাটি পণ্ড হয়ে যায়। এতে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠুসহ অন্তত ১৫ জন আহত হন।

    এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, আমি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভা পরিচালনা করছিলাম। কয়েকজন লোক বক্তব্য দিতে না পেয়ে হট্টোগোল শুরু করে দেয়। এ বিষয়টি নিয়ে আমাদের কমিটিতে আলোচনা হবে।

    নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দাকার শাকের আহমেদ জানান, আওয়ামী লীগের মতবিনিময় সভা শেষের দিকে একটু হট্টোগোল হয়েছে। এসময় ১০-১৫ জনের মতো আহত হয়েছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০