- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২২ | ৮:৪৮ অপরাহ্ণ
গাজীপুর সিটি করপোরেশনের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১২ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, গাজীপুরে সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মহানগরীর হাসপাতাল রোডের এ মূল্যবান সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, জয়দেবপুর মৌজায় ৩৬ শতাংশ খাস জমিতে নানা স্থাপনা নির্মাণ করে অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। পুনরুদ্ধার করা সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।