- আজ শনিবার
- ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ সেপ্টেম্বর ২০২২ | ২:১৮ অপরাহ্ণ
শ্রমিকদের মারধরের প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতে এ রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব এ তথ্য জানান।
তিনি জানান, বেলা ১১টার দিকে রূপাতলী বাস টার্মিনালে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঝালকাঠির বাস শ্রমিকদের ওপর দলবদ্ধ হয়ে হামলা করে টার্মিনালের শ্রমিকরা। এতে কয়েকজন শ্রমিক আহত ন। এর প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।
শ্রমিকদের অভিযোগ, রূপাতলী বাস মালিক সমিতি সবসময় অত্যাচার চালিয়ে আসছে। প্রায়ই শ্রমিকদের মারধরের ঘটনা ঘটছে। চালক-শ্রমিকদের নিরাপত্তার অভাবে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
এদিকে বাস-মিনি বাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন জানান, শ্রমিকর সঙ্গে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি সমাধানের চেষ্টা চলছে। বিষয়টির সমাধান হলে ফের বাস চলাচল শুরু হবে।