• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    গুড়ের প্যাকেট থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার

    গুড়ের প্যাকেট থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৬:৪৫ অপরাহ্ণ

    কক্সবাজারে নাফ নদীর সীমান্তঘেঁষা এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কোস্টগার্ড।

    আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের টেকনাফের বড়ইতলির নাফ নদীর তীরবর্তী এলাকা থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।

    কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. বশীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত আড়াইটার দিকে নাফ নদী সংলগ্ন এলাকায় শুল্ক গোয়েন্দা ও কোস্ট গার্ডের টিম অবস্থান নেয়। একপর্যায়ে বড়ইতলি এলাকা দিয়ে এক ব্যক্তি একটি বস্তা নিয়ে পালিয়ে যাচ্ছিল এসময় শুল্ক গোয়েন্দা ও কোস্টগার্ড টিমের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে ওই ব্যক্তি নদীর পাশের প্যারাবন দিয়ে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যান।

    পরে ওই বস্তা খুলে গুড়ের প্যাকেটের ভেতর থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রত্যেকটি বারের ওজন ১৬৬ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ৫২ লাখ টাকা।

    এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মো. বশীর আহমদ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০