- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ সেপ্টেম্বর ২০২২ | ৯:৪৬ অপরাহ্ণ
প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রথম টি-টোয়েন্টিতে জিততে বাংলাদেশকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। এক সময় তো মনেই হয়েছিল এই বুঝি ১৫৯ রানের টার্গেটটা ছুয়ে ফেলবে এই মরুর দেশ। তবে শেষ পর্যন্ত ওদের ১৫১ রানে থামানো গেছে। ৭ রানের জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল।
বাংলাদেশের সাব্বির রহমান, মেহেদী মিরাজসহ টপ অর্ডার ব্যাটাররা যেমন সুবিধা করতে পারেননি। তেমন মেহেদী হাসান মিরাজ ছাড়া অন্য বোলাররাও প্রতিপক্ষ বিবেচনায় খুব একটা ভালো করেননি। ফলে চাপেই পড়েছিল টাইগাররা। আর সেই চাপকে জয় করে ম্যাচ জেতায় স্বস্তির কথা ঝরলো মেহেদী হাসান মিরাজের কণ্ঠে।
আজ সোমবার বিসিবির এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘আমাদের একটা ম্যাচ জেতা দরকার ছিল। সেটা আমরা গতকাল জিতেছি। দলের মধ্যে উন্নতির ধারা ছিল। কোচরা আমাদের পারফরম্যান্সের প্রশংসা করেছে। আফিফ খুব ভালো ব্যাটিং করেছে। সোহান ভাই ভালো করেছে। আমাদের চাপের মুখে ক্লোজ ম্যাচ জেতা দরকার ছিল।’
এই অলরাউন্ডার আরও বলেন, ‘কারণ শেষ কিছু ম্যাচে আমরা জয়ের খুব কাছাকাছি এসে হেরেছি। জিততে জিততে হেরেছি। কালকেও একই রকম অবস্থা ছিল। কিন্তু আমাদের বোলাররা খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। সবার মধ্যে আত্মবিশ্বাসও ছিল। যেটা বিশ্বকাপে কাজে লাগবে।’
পরের ম্যাচেও আরও ভালো করার বিষয়ে আশ্বস্ত করলেন মিরাজ। তিনি বলেন, ‘আমরা এখানে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার জন্য এসেছি। সে জন্য এখানে দু-তিন দিন ধরে অনুশীলন করেছি, একটা ম্যাচ খেলেছি। আমরা যে ছোট ছোট ভুলগুলো করছিলাম, সেটা যেন কমে আসে, সেই চেষ্টাই করছি। সামনের ম্যাচেও সে চেষ্টা থাকবে।’