- আজ শনিবার
- ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ অক্টোবর ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ
পূর্বাঞ্চলীয় শহর লিয়ামে রাশিয়ার হাজার হাজার সেনাকে ঘিরে ফেলার দাবি করেছে ইউক্রেন। এখনও সেই অভিযান অব্যাহত রয়েছে বলে শনিবার জানিয়েছে ইউক্রেন সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্যরা।
লিয়ামে ৫০০০-৫৫০০ রুশ সেনা রয়েছে বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
ইউক্রেন সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় ফোর্সের মুখপাত্র সেরহি চেরেভাতি জানিয়েছেন, তবে ইউক্রেন সেনাবাহিনীর ঘেরাওয়ের মধ্যে থাকা সেনার সংখ্যা কিছুটা কম। কারণ কিছু সেনা হতাহত হয়েছে। আবার কিছু সেনা ঘেরাও ভেঙে বেরিয়ে গেছে।
তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।