- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ অক্টোবর ২০২২ | ৪:৫৯ অপরাহ্ণ
খুলনার বাজারে পাওয়া যাচ্ছে আগাম শীতের সবজি। তবে দাম বেশ চড়া বলে জানাচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা। এছাড়া ডিমের দাম বেড়ে ৫২ টাকা হালিতে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।
নগরীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, বাজারগুলোতে শীতের আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম আসতে শুরু করেছে। তবে এসব সবজির সর্বনিম্ন দাম ৮০ টাকা চাওয়া হচ্ছে ক্রেতাদের কাছে। নগরীর অভিজাত বাজারখ্যাত ময়লাপোতা সন্ধ্যাবাজার, রূপসা বাজার, কেডিএ নিউ মার্কেট বাজারে বিক্রি হচ্ছে শীতের আগাম এসব সবজি।
বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, বিটকপি ৮০ টাকা, বাঁধাকপি ৭০ থেকে ৮০ টাকা কেজি। এছাড়া ঝিঙে ৫০, বেগুন ৬০, করলা ৬০, কুমড়া ৫০, পেঁপে ৪০ টাকা, পটল ৪০, গাজর ১৫০, শসা ৫০, কচু ৬০ থেকে ৮০ ও টমেটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজারের পাইকারি ব্যবসায়ী আসদুল পাটোয়ারী ও মজিদ ফকির জানান, কয়েকদিন আগে ভারি বৃষ্টি হয়েছে। এতে ক্ষেত তলিয়ে গিয়ে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সে কারণে আমদানি কমে সবজির দাম বেড়েছে।
খুলনার শষ্যভাণ্ডারখ্যাত ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের সবজি চাষি নিরাপদ পোদ্দার, রফিকুল ঢালী, বাগচি সরজিত জানান, এখন শীতের আগাম সবজি নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অন্য সবজির দিকে তাকানোর সময় নেই। যার ক্ষেতে যেটুকু আছে, তা বিক্রি করে দিতে পারলেই হাফ ছাড়েন তারা।
এই কৃষকরা আরও বলেন, ঠিকমতো সেচ দিতে না পারায় তাদের সবজির উৎপাদন এবার অনেক কম হয়েছে। যেটুকু পাওয়া যাচ্ছে তা বেশি দামে বিক্রি করছেন কৃষকরা।
এদিকে, পোলট্রির খাবারের দামবৃদ্ধি ও পরিবহন খরচের অজুহাত দেখিয়ে আবার ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন খামারিরা। ৪৪ টাকা হালির ডিম এখন কিনতে হচ্ছে ৫২ টাকায়।
তিনি আরও বলেন, সব ধরনের পণ্যের ব্যবসায়ীরা ক্রেতাদের কাঁধে চেপে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। ক্রেতার খোঁজ রাখে না কেউ।