• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নাম ‘বাংলাওয়াশ’

    ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নাম ‘বাংলাওয়াশ’

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২২ | ৩:৩০ অপরাহ্ণ

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচের দুই দিন আগে বুধবার উন্মোচিত হলো সিরিজের ট্রফি। ফটোসেশনে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বাংলাদেশের সহঅধিনায়ক নুরুল হাসান সোহান।

    এই সিরিজের নামকরণ হয়েছে ‘বাংলাওয়াশ’ নামে, যে নামটি ক্রিকেটে আবির্ভুত হয় ২০১০ সালের অক্টোবরে। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ, সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতাহার আলী খান নাম দেন ‘বাংলাওয়াশ’। এরপর কোনও দলকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করলেই বলা হয় ‘বাংলাওয়াশ’।

    ক্রাইস্টচার্চে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা। তিন দল একে অন্যের সঙ্গে দুইবার করে লড়বে। শীর্ষ দুটি দল খেলবে ১৪ অক্টোবরের ফাইনাল। তারপরই বিশ্বকাপে অংশ নেবে তারা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০