- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ অক্টোবর ২০২২ | ৯:৫৫ অপরাহ্ণ
তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনের দাঁড়িয়েছে। এছাড়া কয়েক ডজন মানুষ মাটির নিচে আটকা পড়ে আছেন।
গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন মানুষ খনিতে কাজ করছিলেন। তাদের প্রায় অর্ধেক মানুষ ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন জানান, খনি থেকে ৫৮ জন শ্রমিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছে। অশ্রুসিক্ত চোখে জ্বালানিমন্ত্রী ফাতিহ দোনমেয বলেন, “আমরা খনিতে উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছি।”
ফাতিহ দোনমেয বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-খনিতে জমে থাকা জ্বলনযোগ্য গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে কয়েকটি উদ্ধারকারী দল পাঠানো হয় বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।