- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ অক্টোবর ২০২২ | ১০:০১ অপরাহ্ণ
যৌথ সামরিক টাস্ক ফোর্সে অংশ নিতে বেলারুশে পৌঁছেছে রাশিয়ার সেনাদের প্রথম বহর। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তে সক্ষমতা বাড়াতে দেশ দুইটির সেনাবাহিনী একসঙ্গে কাজ করবে। শনিবার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, মিনস্ক ও মস্কো সামরিক টাস্ক ফোর্স মোতায়েন করবে। সম্প্রতি ইউক্রেনের পশ্চিম সীমান্তে উত্তেজনা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো হচ্ছেন পুতিনের ঘনিষ্ঠ।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাকে রাশিয়ার সেনাদের স্বাগত জানানো হয়।
লুকাশেনকো অভিযোগ করে বলেছেন, বেলারুশের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা পরিচালনা করার জন্য বিভিন্ন গোষ্ঠীকে সহযোগিতা করছে পোল্যান্ড, লিথুনিয়া ও ইউক্রেন।
আলেকজান্ডার লুকাশেনকো মূলত অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে রাশিয়ার ওপর নির্ভরশীল। ২০২০ সালে নির্বাচনের পর তার বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দমনেও সহযোগিতা করেছেন পুতিন।
শুক্রবার পুতিন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে এই মুহূর্তে আর কোনো বড় হামলা চালানোর পরিকল্পনা নেই। তাছাড়া ইউক্রেনকে ধ্বংস করার কোনো লক্ষ্য ক্রেমলিনের ছিল না বলেও জানান তিনি।
কাজাখস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভু্ক্ত দেশগুলোর সঙ্গে এক সম্মেলন শেষে পুতিন বলেন, এখন বড় কোনো হামলা চালানোর প্রয়োজন নেই। কারণ অন্য অনেক কাজ আছে।