- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২২ | ৮:১০ অপরাহ্ণ
সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকা থেকে চারটি সোনার বারসহ শামিমুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। শামিমুল কলারোয়ার গ্যাড়াখালি গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ জানান, গোপন খবরে বিনেরপোতা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারটি সোনার বারসহ মোটরসাইকেল আরোহী শামিমুলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি। এগুলো মূল্য প্রায় ৪৪ লাখ টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত সোনার বার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। শামিমুলের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।