- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২২ | ৯:২১ অপরাহ্ণ
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব হলেও ‘এ’গ্রুপের পরিষ্কার ফেভারিট শ্রীলঙ্কা। যারা কিছুদিন আগে এশিয়া কাপ জিতেছে। কিন্তু টুর্নামেন্ট ওপেনারে নামিবিয়া যা করে দেখালো, তাতে এটাই স্পষ্ট হয়ে উঠেছে- বড় মঞ্চে আসলে কেউ ফেভারিট নয়।
উদ্বোধনী ম্যাচে অঘটনের জন্ম দেওয়া নামিবিয়ার জয়ের নায়ক ছিলেন অলরাউন্ডার ইয়ান ফ্রাইলিঙ্ক। দলটির ৫৫ রানের জয়ে ব্যাট হাতে ২৮ বলে সর্বোচ্চ ৪৪ রানের পাশাপাশি দুটি উইকেটও নিয়েছেন। জয়ের পর তার প্রতিক্রিয়া ছিল, ‘এই মুহূর্তে ভাষা হারিয়ে ফেলেছি। যা অর্জন করেছি সেটা ভাবনার চেয়েও বেশি কিছু। অর্থাৎ এটা আমাদের কল্পনারও বাইরে। এখন আমি খুবই রোমাঞ্চিত বলতে পারেন।’
টস হেরে ব্যাট করতে নামা নামিবিয়া ১৫ ওভারের মধ্যে ৯৩ রানে হারায় ষষ্ঠ উইকেট। তার পর শেষ ৫ ওভারে ইয়ান ফ্রাইলিঙ্ক আর জেজে স্মিটের বিধ্বংসী ব্যাটিংয়ে তুলেছে ৬৮ রান। তাতে ৭ উইকেটে ১৬৩ রান পায় তারা। ফ্রাইলিঙ্ক ছাড়া ১৬ বলের ক্যামিও ইনিংসে ৩১ রানে অপরাজিত থেকেছেন স্মিট। জবাবে শ্রীলঙ্কা ১০৮ রানেই গুটিয়ে গেছে। সতীর্থের প্রশংসা করে ম্যাচ জয়ের নায়ক ফ্রাইলিঙ্ক বলেছেন, ‘জেজে বেশ কিছু বাউন্ডারি মেরে আমার ওপর থেকে চাপ কমিয়ে এনেছিল। তার পর তো আমি আর জেজে মিলে কম্পিটিটিভ টোটাল দাঁড় করালাম। পরে বোলাররাও দুর্দান্ত বোলিং করেছে। আমরা শুধু নিজেদের পরিকল্পনায় অটল থেকেছি। গুড লেংথে বল করা আর তাদের ভুলের অপেক্ষায় থেকেছি।’
এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফুল মেম্বারদের বিপক্ষে বাংলাদেশ-জিম্বাবুয়ের চেয়েও বেশি ম্যাচ জয়ের নজির গড়েছে নামিবিয়া। গত আসরে তারা আয়ারল্যান্ডকেও হারিয়েছে।