• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো চারজনের

    গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো চারজনের

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ অক্টোবর ২০২২ | ১২:৫৯ অপরাহ্ণ

    গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মো. সিরাজুল ইসলাম টুটুল (২৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

    আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় টুটুলের মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

    জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন  এসব তথ্য নিশ্চিত করেন।

    টুটুল ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত সাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

    গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

    এ ঘটনার পরদিন শুক্রবার (১৪ অক্টোবর) দগ্ধ মো. মিঠু (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর সোমবার (১৭ অক্টোবর) সকালে মো. পারভেজ (৩১) ও মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. আল-আমিন (৩০) নামে দুই যুবক মারা যান।

    এ দুর্ঘটনায় দগ্ধ মো. আনোয়ার (৩০) এখনো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১