- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ অক্টোবর ২০২২ | ৭:১৭ অপরাহ্ণ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, দ্রুতগতিতে একটি মোটরসাইকেল কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাচ্ছিল। বাখরনগর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী দুজনেই মারা গেছে। তবে এখনও তাদের লাশ শনাক্ত করতে পারিনি।
তিনি আরও বলেন, আমাদের সঙ্গে দুটি পরিবার যোগাযোগ করেছে। তারা থানায় এসেছে। তারা জানিয়েছে, একজনের নাম কামাল হোসেন (২৮) ও অপরজনের নাম মো. সজিব (২৫)। তবে তারা থানায় আসার পর আমরা তাদের পরিচয় নিশ্চিত হতে পারবো। স্থানীয় সূত্রে জানতে পেরেছি, তারা দুজনই ধান ব্যবসায়ী। তাদের লাশ থানায় রয়েছে ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও থানায় আছে।