• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    রাস্তা পারাপারের সময় বালুর ট্রাকের চাপায় কিশোর নিহত

    রাস্তা পারাপারের সময় বালুর ট্রাকের চাপায় কিশোর নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ অক্টোবর ২০২২ | ৩:৫৮ অপরাহ্ণ

    রাজধানীর জুরাইনের মাজার গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় বালুর ট্রাকের চাপায় মো. ইব্রাহিম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

    শনিবার (২২ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ভাই মো. দুলাল বলেন, আমার ভাই জুরাইনে একটি দোকানে কাজ করতো। গত রাতে জুরাইন মাজার গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় বালুভর্তি ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইব্রাহিম মারা যায়।

    ইব্রাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার ছমছলিয়ে গ্রামের আবুল হাশেমের ছেলে। বর্তমানে সে জুরাইন বাগিচা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো। তিন ভাই দুই বোনের মধ্যে নিহত ইব্রাহিম সবার ছোট।

    শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, জুরাইন মাজার গেইট এলাকায রাস্তার ওপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক কিশোর। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি বলেন, ‘রাস্তা পারাপারের সময় একটি বালুর ট্রাকের চাপায় ইব্রাহিম গুরুতর আহত হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০