- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ অক্টোবর ২০২২ | ৮:৩৭ অপরাহ্ণ
গাজীপুরের শিববাড়ী এলাকার একটি নালা থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিববাড়ী মোড়ের পাশে একটি বড় নালায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল নোমান বলেন, যুবকের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার ঠোঁটে আঘাতের চিহ্ন আছে, সেটি পড়ে গিয়ে নালার ইটের আঘাতও হতে পারে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়।