- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ অক্টোবর ২০২২ | ২:৫৬ অপরাহ্ণ
ইসরায়েলি ক্লাব মাক্কাইবি হাইফাকে গোলের মালা পরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে পিএসজি জিতেছে ৭-২ গোলে।
অবশ্য দলের গোল উৎসবের দিনে অনন্য কীর্তিও গড়েছেন মেসি। দুই গোল করায় প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে ৮০ গোলের নজির গড়েছেন।
আক্রমণত্রয়ীর সবাই গোল উৎসব করেছেন। ১৯ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। ৩২ মিনিটে দ্বিগুন করেন এমবাপ্পে। তিন মিনিট পর নেইমারও গোল উৎসবে যোগ দেন। অবশ্য ৩৮ মিনিটে মাক্কাবির হয়ে একটি গোল শোধ দেন সেক। তাতে লাভ হয়নি যদিও। পিএসজির আক্রমণের তোড়ে টিকে থাকতে পারলে তো। প্রথমার্ধেই ৪৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। ৫০ মিনিটে ইসরায়েলি ক্লাবের হয়ে সেক দ্বিতীয় গোল তুলে নিলেও প্রতিপক্ষের আক্রমণে নিজেদের অর্ধেই তারা হিমশিম খেয়েছে। এই অর্ধে এমবাপ্পের দ্বিতীয় গোল ছাড়াও ৮৪ মিনিটে সোলের করেছেন একটি। তার আগে অবশ্য প্রতিপক্ষের আত্মঘাতী গোলও ব্যবধান বাড়াতে ভূমিকা রেখেছে।
শুরু থেকে দুর্দান্ত খেলা মেসি আরেকটু হলে হ্যাটট্রিকের দেখাও পেতে পারতেন। চ্যাম্পিয়নস লিগে তাকে নবম হ্যাটট্রিক থেকে বঞ্চিত করেছেন মূলত ক্রসবার।
গ্রুপ ‘এইচে’ শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ৫ ম্যাচে ১১ পয়েন্ট। বেনফিকারও সমান ১১ পয়েন্ট। একই গ্রুপে বেনফিকার কাছে ৪-৩ গোলে হেরে যাওয়া জুভেন্টাসকে অবশ্য বিদায় নিতে হচ্ছে।
অপর দিকে নকআউট আগেই নিশ্চিত করা রিয়াল মাদ্রিদের বাকি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। লিপজিগ তাদের ৩-২ গোলে হারিয়ে সেটি বিলম্বিত তো করেছেই। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে প্রথম হারের তিক্ত স্বাদও দিয়েছে।
অবশ্য হারের জন্য বেশ কিছু পরিবর্তনকে দায়ী করা যেতেই পারে। শুরুর একাদশে নিয়মিত কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন আনচেলত্তি। তাতে শুরুতেই তরুণ লিপজিগের দাপট দেখতে হয়েছে। স্বাগতিক জার্মান ক্লাবটি ১৩ মিনিটেই এগিয়ে গেছে। গোলটি করেছেন গাভারদিওল। ১৮ মিনিটে স্কোর ২-০ করে নেন ক্রিস্তফার এনকুনকু। দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে খেলায় ফেরানোর সুযোগ এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ৪৪ মিনিটে তার গোলে স্কোর দাঁড়ায় ২-১। কিন্তু কিছুতেই কিছু হয়নি। ৮১ মিনিটে বরং স্কোর ৩-১ করেছে লিপজিগ। রিয়াল মাদ্রিদের হয়ে যোগ করা সময়ে রদ্রিগো পেনাল্টিতে জাল কাঁপালে তা ব্যবধান ৩-২ করেছে শুধু।
‘এফ’ গ্রুপে ৫ ম্যাচে রিয়াল মাদ্রিদ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে লিপজিগের সংগ্রহ ৯ পয়েন্ট। তাছাড়া ‘জি’ গ্রুপে নকআউট নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি বরুশিয়া ডর্টমুন্ডের কাছে গোলশূন্য ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।